জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মোহাম্মদ সেলিম বলেছেন- জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করবো। নেত্রীর পক্ষ থেকে যখন যে নির্দেশ আসবে তা সঠিকভাবে পালন করবো। তৃণমুলের একজন কর্মী হিসেবে যতটুকু সম্ভব দলের জন্য কাজ করবো। এতে যে কোন ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি। নিজের মধ্যে কখনো লোভ ছিলনা। বরং দলের জন্য বার বার ক্ষতিগ্রস্থ হয়েছি। তবুও দলের জন্য ভালবাসা আছে এবং থাকবে। অতীতে সাধারণ মানুষের যেভাবে পাশে ছিলাম, সামনেও থাকবো। যতই বাধা আসুক; মানুষের জন্য কাজ অব্যাহত রাখবো। যারা সন্ত্রাস এবং লুটপাট চালায়, তারা কখনো দেশ এবং জনগণের বন্ধু হতে পারেনা। তারা দেশের শত্রু।
বৃহস্পতিবার সকালে শীর্ষ অনলাইন সংবাদ সংস্থা এফএনএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই প্রকৃত বিনোদন পাওয়া যায়। আর হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। পদ হারালে অনেক জনপ্রতিনিধি অতীতের ভুল বুঝতে পারেন। আর দায়িত্বে থাকলে নিজের মধ্যে অহংকারবোধ চলে আসে। যারা গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেন, তাদেরকে আমি পছন্দ এবং সমর্থন করি। কারণ, আমি নিজে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিনা। সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করি। এজন্য মানুষও আমাকে প্রচ- ভালবাসেন। বিপদে-আপদে ডাকেন। তাদেরই টানে আমি যতই ব্যস্ত থাকি শহরের নানা জায়গায় ছুটে যাই। এই ছুটে চলায় কষ্ট হলেও মনে আনন্দ থাকে।
দুর্র্নীতি বিরোধী প্রশাসনের চলমান অভিযান প্রসঙ্গে সেলিম বলেন, বর্তমানে মদ, জুয়া, ইয়াবা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানাই। একই সঙ্গে সারা দেশে ব্যাপক উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকেও অভিনন্দন জানাচ্ছি। নিজে দুর্নীতি করিনা। সংগঠনের মধ্যেও কেউ দুর্নীতি করলে তাকে কোন ছাড় দেওয়া হবেনা। জননেত্রী সৈনিক লীগের জন্য নিজে মাঠে কাজ করছি। নিজের সুবিধার জন্য নয়। বরং দলের প্রধান জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের সহায়-সম্বল বিক্রি করে ১০টি জেলায় কাজ করছি। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলেছি। তবে চলমান অভিযান সকল সরকারি-বেসরকারি অফিসেও হওয়া উচিত।
চাঁদাবাজি প্রসঙ্গে সেলিম বলেন, রাজনৈতিক জীবনে কারও কাছ থেকে দুই টাকা চাঁদা নিয়েছি প্রমাণ দিতে পারলে দল থেকে পদত্যাগ করবো। দলের নাম বিক্রি করে কেউ কেউ বহু টাকার মালিক হয়েছেন। অথচ আমি বিগত বিএনপি সরকারের আমলে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছি। সংসার চালাতে হিমশিম খেয়েছি। এত কষ্টের পরেও তবুও দলকে ভালবেসে আঁকড়ে ধরে রেখেছি। এখন দল ক্ষমতায় থাকলেও কারও ওপর অত্যাচার চালায়নি। আমি অনেকগুলো শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বর্তমানে নানাভাবে অবহেলিত আছি।
নিজের আর্থিক অবস্থার প্রসঙ্গ টেনে সেলিম বলেন, গত কয়েক বছরে মাটিরাঙ্গার জামেনী পাড়ায় আমি সন্ত্রাসীদের অত্যাচারে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। স্বপরিবারে চট্টগ্রামে আশ্রয় নিয়েছি। এরপরেও কেন্দ্র এবং মহানগর থেকে আওয়ামী লীগ পরিবারের কেউ আমার খবর নেয়নি। এজন্য হতাশ হয়নি। বরং মনোবল নিয়ে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দলের তথা নেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ জানাবো। কারণ; আমি গরীব এবং অসহায় হলেও দলীয় নেত্রীর মানক্ষুণœ করার জন্য কাউকে সুযোগ দিতে পারিনা।
সূত্র জানায়, বিগত অন্তত ৪৫বছর আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন চট্টগ্রামের হালিশহরের শ্রমিকলীগ নেতা মোহাম্মদ সেলিম। ওই সময়ে বহুবার মামলা-হামলার শিকার হয়েছেন। তবুও আদর্শ থেকে পিছপা হননি তিনি। একসময় অর্থনৈতিক অবস্থা চাঙ্গা থাকার কারণে তিনি দলের জন্য টাকা এবং সময় ব্যয় করেছেন নিঃস্বার্থভাবে। কিন্তু বর্তমানে নানা সংকটে পড়েছেন সেলিম। চট্টগ্রামের ৪১ওয়ার্ডে তাঁর পদচারণা রয়েছে। কেন্দ্রীয় এবং মহানগরের একাধিক নেতৃবৃন্দের সাথে তাঁর সু-সম্পর্ক রয়েছে। মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন রিক্সা চালক-মালিক সমন্বয় পরিষদের সভাপতি, বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমূখী কল্যাণ সমিতির মাটিরাঙ্গা শাখার সভাপতি, সাপ্তাহিক আলোকিত সৌরভের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ সেলিম ইতোমধ্যে বহু ছেলে-মেয়েকে লেখাপড়ায় সহযোগিতা করেছেন। আবার অসুস্থ গরীব রোগীদেরও তিনি সাহায্য করেন। একইসঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সহযোগিতা করায় মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। বিগত সিটি নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। পরে দলীয় সীদ্ধান্ত মোতাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে মাঠে কাজ করেন। সেলিমের বন্ধুরা জানান, দুঃখের বিষয় বিএনপি-জামায়াত সমর্থিত শ্রমিক নেতারা সরকারি নানা সুবিধা পেলেও দলের জন্য ত্যাগ শিকার করেও এ পর্যন্ত কোন মূল্যায়ন পাননি সেলিম। চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের প্রত্যেক ওয়ার্ডের কমিটিতে কয়েক হাজার নেতাকর্মীও রয়েছেন। ওই সংগঠনের প্রধান কার্যালয় হালিশহরের সবুজবাগের খাঁন বাড়ী এলাকায়। এখান থেকে নিজ খরচে সংগঠনের নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগের ৪১সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ার পর তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত শহরের নানা জায়গায় ওই সংগঠনকে মজবুত করার জন্য তিনি ছুটে চলেছেন। অর্থ ব্যয় করছেন। জোড়াতালি দিয়ে তাঁর সংসার চলছে। তবুও থেমে যাবার মানুষ নয় তিনি। হয়তো দলীয় অনুদান পেলে তিনি সংগঠনগুলোকে আরো চাঙ্গা অবস্থায় নিয়ে যেতে পারবেন। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় নেতৃবৃন্দ সুদৃষ্টি দেবেন বলে সেলিম অত্যন্ত আশাবাদী। মো. সেলিমের মোবাইল নাম্বার ০১৫৫৩-১৩৪৬৬৭।