বাগেরহাটের চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে ২৩টি ভূমিহীন-ছিন্নমূল এবং দলিত সম্প্রদয়ের লোকজনের কেরোসিনের প্রদীপ এখন আঁধারের আলো। উপজেলা সদরের কুরমুনি গ্রামের এ দুরাবস্থা। গ্রামটির মাঝ দিয়ে বয়ে গেছে ওয়াপদা সড়ক। এখানে ২৩টি ভূমিহীন-ছিন্নমূল এবং দলিত সম্প্রদয়ের লোকজন বসবাস করে। তাদের বাড়ির সামনে বিদ্যুতের খুটি আছে, লাইনে তার আছে,ঘরগুলোতে ওয়ারিং করা হয়েছে; শুধু মিটার সংযোগ না থাকায় জ¦লছেনা বাতি। ফলে কেরোসিনের প্রদীপ তাদের একমাত্র ভরসা।
ডিজিটাল যুগে এ বিড়ম্বনার শিকার আর কত দিন? অবাক হলেও সত্য যে, এখান থেকে মাত্র কয়েক’শ গজ দূরে অবস্থিত চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিস।
সরেজমিনে জানাযায়, এগ্রামে কিন্ডার গার্টেন, হাই স্কুল এবং কলেজ পড়-য়া প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যুৎ না থাকায় তাদের পড়ালেখা ঠিকমত হচ্ছে না। গরম কালে নব জাতক, গর্ভবতী মহিলা এবং বয়ো বৃদ্ধদের কষ্টের শিকার হতে হচ্ছে।
চিতলমারী পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, উপজেলায় বিদ্যুতের ৩৫ হাজার গ্রাহক রয়েছে। গত মাসে ১৪১ জন গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হয়েছে। সার্ভিস সেবা দেওয়া হয়েছে ১২৬৩ জন গ্রাহককে। সংযোগ না পাওয়া কুরমুনি গ্রামের যে লাইনটি রয়েছে তার লট নং- ১৭৫৯৮ এর আওতায় ২৩ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ চেয়ে দরখাস্ত করেছেন।
স্থানীয় শিপন আহম্মেদ জানান, অনেক আগে এ গ্রামের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানানো হয় কিন্তু অজ্ঞাত কারণে তাদের মিটারে এখন পর্যন্ত সংযোগ দেয়া হয়নি। অথচ চিতলমারী উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতা ভূক্ত করা হয়েছে।
এ ব্যপারে চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম কাউছার আহম্মেদ জানান, আবেদনকৃত গ্রাহকগণ সরকারী জায়গায় বসবাস করেন বলে জানা গেছে। অনুমোদন পেলে তারা দ্রুত সংযোগ পাবে।