খুলনার পাইকগাছা পাইকগাছা পৌর সদরে ছিনতাই করে পালানোর সময় চার ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদালত ভবনের পিছনে ঘটে।
কলেজ শিক্ষার্থী সোহাগ শীল, মৃন্ময় ঢালী, প্রতীমা মন্ডল ও ছাত্রী তিথি রায় প্রাইভেট পড়ে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা মোবাইল, টাকা, স্বর্ণের চেইন ও আংটি ছিনতাই করে পালানোর সময় শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে চার জনকে আটক করে পুলিশে দেয়। এ সময় ২জন পালিয়ে যায়। আটক ছিনতাইকারী পৌরসভায় বাতিখালী গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (১৯), হারুনার রশিদের ছেলে আরাফাত রশিদ মীম (১৯), সরল গ্রামের বিশ্বজিত মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল (২০) ও দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের অমল সরকারের ছেলে তুফান সরকার (১৯)।
ওসি এমদাদুল হক শেখ জানান, আটক চার জনের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে।