সারাদেশে গত ৯ অক্টোবর থেকে আগামি ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ ধরা, পরিবহন ও বেচা-কেনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করেন হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে গেলে তাদের দুটি জাল জব্দ করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজুলুল করিম বলেন, সকালে নদীতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০/৩০টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ইলিশ মাছ ধরার দুটি বড় জাল আটক করা হয়েছে।