সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে বৃহস্প্রতিবার নোয়াখালীতে ১২৫৩ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষ ঐক্য পরিষদের ডাকে চলতি মাসের ১৪ তারিখে ২ ঘন্টা, ১৫ তারিখ ৩ ঘন্টা, ১৬ তারিখ অর্ধ দিবস ও আজ পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হয়েছে।
জেলার ঐক্য পরিষদ আহ্বায়ক আবদুল আলিম ভুঁইয়া সুজন বলেন, দাবী আদায় না হলে আগামি ২৩ অক্টোবর ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে।