বিশেষ ট্রাইবুন্যাাল গঠনের মাধ্যমে মানব (শিশু) পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনাতয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উদয়ন বাংলাদেশের পরিচালক ইশরাত জাহান। এসময়, ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ- সভাপতি নিহার রঞ্জন সাহা, সাংবাদিক আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, আজাদুল হক, এইচ এম মঈনুল ইসলাম, জেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট লুনা সিদ্দিকী, শেখ মফিজুল ইসলাম (রিফাত), রকিউজ্জামান রকি, প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলেন, আইনের যথাযথ প্রয়োগের অভাবে, পাচারকারীদের শাস্তি ও পাচারের শিকার শিশুসহ ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছে না। যার ফলে প্রতিনিয়ত পাচার বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির আশু পরিবর্তন না হলে মানবপাচার রোধে সরকারের গৃহীত জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবেনা। শিশুসুরক্ষা নিশ্চিত করতে না পাড়লে, দেশের শিশুরা হুমকীর মুখে পড়বে। তাই শিশু ও মানব পাচার প্রতিরোধ ও শিশুদের সুরক্ষায় সরকার প্রনীত “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা- ২০১৮-২০২২” এর বাস্তবায়ন করতে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করতে হবে।