বাগেরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের গাড়ি চালক সাইফুল ইসলামের বাসা থেকে চুরি হওয়া মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার সন্ধ্যায় বাগেরহাটের দেপাড়া বাজার থেকে জনি শেখ(২১) নামের ওই চোরকে আটক করা হয়।
আটক জনি শেখ কচুয়া উপজেলার মেছোখালী গ্রামের আক্কাস শেখের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, বাগেরহাটের পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলাম বলেন, চলতি মাসের ৪ অক্টোবর ফজরের সময় শহরের সোনাতলা এলাকায় স্টাফ কোয়ার্টারে থাকা নিজ কক্ষের বাইরে থেকে সিটকানি লাগিয়ে নামাজ পড়তে যান গাড়ি চালক সাইফুল ইসলাম। নামাজ থেকে ফিরে এসে তার ৩টি মোবাইল এবং ২১ হাজার ৭‘শ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন। আমরা মামলাটির তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় জনি শেখকে আটক করি। এ সময় জনির কাছ থেকে গাড়ি চালকের ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়। জনিকে বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জনির দেয়া তথ্য অণুযায়ী এ ঘটনায় জড়িত অন্যান্যের আটকের চেষ্টা চলছে।