কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবায় হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুগ্ধ দানকারী ২০০ জন কর্মজীবী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শদানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনামূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাম সিকদার, হোমন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ। শেষে উপস্থিত মায়েদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।