ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিয়ের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। হঠাৎ করেই বন্ধু নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২৫ অক্টোবর বিয়ে, আর তার আগের দিন ঢাকার একটি ক্লাবে গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৭ অক্টোবর হবে বউ ভাত। এদিকে, বিয়ের আগেই হানিমুকে কোথায় যাবেন তার পরিকল্পনা করে রেখেন এই অভিনেত্রী। হানিমুন নিয়ে সাবিলা বলেন, এখনও খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আগেই ভেবে রেখেছিলাম গ্রিস অথবা মরিশাসে যাব। দেখা যাক।
সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয়। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দু’জনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন নেহাল।
সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে আসেন। গ্রামীণফোন, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তৈরি করেছেন অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী।