টঙ্গীর মিলগেট এলাকায় বাস থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্র হাবিবুর রহমান ওরফে হাবিব খান (২০) হত্যার ঘটনায় জড়িত ভিআইপি-২৭ বাসের চালক আকরাম হোসেন (২৭) ও হেলপার জিয়াবুল হককে (২৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় ঘাতক বাসটিও (ঢাকা মেট্রো-জ-১১-২৯৯০) আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরার একটি পেট্রোল পাম্প থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে ঘাতক বাসের চালক ও হেলপার ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে ঘাতক বাসটিসহ তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার (ওসি) মো. এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে বাসের সিট ও ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে টঙ্গী সিটি কলেজের ছাত্র হাবিবকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের হেলপার জিয়াবুল হক। এতে মহাসড়কে পড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে পথচারিরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর দোষীদের গ্রেফতারের দাবিতে গত মঙ্গল ও বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে এ ঘটনায় দায়ী বাস চালক ও হেলপারকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।