জামালপুরে বেসরকারী সংস্থা আশা’র উদ্যোগে সুবিধা বঞ্চিত এসএসসি ও এইচএসসি বৃত্তিপ্রাপ্ত ৪১জন শিক্ষার্থীদেরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত ১৬অক্টোবর শহরের স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আশা টাঙ্গাইলের বিভাগীয় ম্যানেজার সিহানুক মোস্তফার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা প্রধান কার্যালয়ের বিভাগীয় ইভিপি সুমন আহমেদ,বিআরডিবি উপ-পরিচালক তৌহিদুল হক, পৌর প্যানেল মেয়র স্বপ্না আক্তার,অধ্যাপক রকিবুল হাসান, প্রভাষক লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জামালপুর ও শেরপুর জেলার সুবিধা বঞ্চিত বৃত্তিপ্রাপ্ত এসএসসি ও এইচএসসি ৪১জন শিক্ষার্থীর মাঝে মোট ৪ লক্ষ ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।