জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘুষসহ এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ অক্টোবর বুধবার দুপুরে অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা (৩৫) নামে এক কর্মচারিকে ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার মিরাপুর গ্রামের বাসিন্দা আবদুস সালামের ছেলে। সে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত চিলেন।
দুর্নীতি দমন কমিশন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনারেল হাসপাতালের কর্মরত নার্স (সেবিকাদের) অভিযোগের ভিত্তিতে ওইদিন দুপুরে দুদকের একটি দল ঘুষ গ্রহণের সময় হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালায়। এ সময় কাজী গোলাম মোস্তফাকে হাতে-নাতে ঘুষের টাকাসহ দুদকের দল তাকে গ্রেপ্তার করেন। দুদকের পক্ষ থেকে জানায় মোস্তফার টেবিলে একটি খামের ভেতর থেকে ৩৬ হাজার টাকা, তাঁর প্যান্টের পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা এবং তাঁর কক্ষের একটি আলমারি থেকে ৭০ হাজার টাকা জব্দ করা হয়। তাতে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা জব্দ করে দুদক। পরে দুদক কর্মকর্তারা তার কার্যালয়ের বিভিন্ন কম্পিউটার ও ফাইলপত্র খোঁজ খবর নেন তাঁরা।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর কাছ থেকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা পাওয়া গেছে। তিনি আমাদের নজরদারির মধ্যেই ছিলেন। তাঁর সঙ্গে এ হাসপাতালে ঘুষ গ্রহণের আরও কে কে জড়িত রয়েছেন তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে জানান। তিনি আরো বলেন,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামানের কাছে দুদকের মামলার হয়েছে কি’ না জানতে চাইলে তিনিি বলেন, দুদকের মামলা আমাদের এখানে হয় না। যেহেতু দুদকের অফিস টাঙ্গাইল তাই তারা মামলা করেন টাঙ্গাইলে বলে জানান।