সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন শীর্ষক ৩ দিন ব্যাপি “সফট স্কিলস প্রশিক্ষণ” এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষনের উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, রেজাউল করিম বাচ্চু, জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে. এম রফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে বাঁশ ও বেত, নাপিত, কামার ও কুমার জনগোষ্ঠির ৭৫ জন অংশগ্রহণ করেছেন।