শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খ্রীস্টধর্মাবলম্বীদের ২২তম ফাতেমা রাণীর তীর্থোৎসব উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বারমারী সাধু লিওর খ্রীস্টধর্মপল্লীর সভা কক্ষে নিরাপত্তা বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তীর্থ উদযাপন কমিটির সমন্বয়কারী রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী সার্কেল এএসপি মো. জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, শিক্ষক নেছার উদ্দিন, নয়াবিল ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, নিরাপত্তা কমিটির কনভেনর রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিনজা, বিজিবি প্রতিনিধি হাবিলদার মিজানুর রহমান ও জনমাংসাং প্রমুখ।
সভায় জানানো হয় ময়মনসিংহ বিভাগের খ্রীষ্টধর্মাবলম্বীদের এবারের তীর্থােৎসবে সার্বিক নিরাপত্তার জন্য একজন নির্বার্হী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীসহ উল্লেখযোগ্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সিসিটিভি ক্যামেরার আওয়াতায় আনা হবে।