রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক হারাগাছ থানাধীন টংরীর বাজারের তিনমাথা মোড় হতে চরচতুরাগামী পাঁকা রাস্তার ৫০ গজ দক্ষিণে জনৈক মোঃ আঃ হক, পিতা-মোঃ শাহাবুদ্দিন এর বাঁশ ঝাড় হতে ২২৫ পিস ইয়াবাসহ আসামি ১.মোঃ আলমগীর হোসেন(৩৫), পিতা-মোঃ আঃ রশিদ, স্থায়ী-গ্রাম-মনিরামপুর (শিমুলতলী) বাজারের পূর্ব পাশে, ২ মোঃ ফেরদৌস মিয়া(৩৮), পিতা-মৃত মেছের উদ্দিন, স্থায়ী-গ্রাম-তেয়ানী মনিরাম, থানা-হারাগাছ, মহানগর, রংপুরদ্বয়-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশে উল্লিখিত মামলা ব্যতিত অপর পৃথক মামলায় কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ১৬ পিস ইয়াবাসহ ১ জন, হারাগাছ থানা পুলিশ কর্তৃক ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ৩ জন, একই থানায় ৪১৪ টি নকল বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয় এবং তাজহাট থানা পুলিশ কর্তৃক ১০ পিস ইয়াবাসহ ১ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশে মাদকের ৪ টি মামলাসহ মোট-৭ টি মামলা রুজু করা হয়।
পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৩ জন, তাজহাট থানায়-৪ জন, হারাগাছ থানায়-৮ জন, পরশুরাম থানায়-১ জন এবং হাজিরহাট থানায়-২ জনসহ মোট-১৮ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২২০ টি মামলা ও ৬৮,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।