রংপুর মডেল কলেজের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ১৯৯৫ সালের ১৫ অক্টোবর কলেজটি যাত্রা শুরু করে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পন করেছে।
এ উপলক্ষ্যে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হরা হয়েছে। কলেজ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মডার্ণ মোড় প্রদক্ষিণ করে আবারো কলেজে ফিরে কেক কাঁটা বেলুন উড়ানো কর্মসূচি পালন করে।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস উল্লেখ করে বক্তব্য রাখেন-ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ একেএম জিকরুল ইসলাম। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক, মোঃ আইন উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সদস্য মোঃ ইয়াকুব আলী, মোজাম্মেল হক,অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তৈয়ব মিয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক, আহসান হাবীব, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম জিকরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুস শুকুর খান, ইতিহাস বিভাগের প্রভাষক, লায়লা নাসরিন, অর্থনীতি বিভাগের প্রভাষক রওশন আখতার মুক্তিসহ অত্র কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।