“বিশেষ ট্রাইবুন্যাল গঠনের মাধ্যমে মানব (শিশু) পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পান্ন করার আহবান” শীর্ষক প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মোল্লাহাটে বুধবার সকাল ১১টায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সরকার প্রণীত “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০২২” এর বাস্তবায়নে উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স / শিশু প্রতিনিধি ও বেসরকারী সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোর্টিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক (সিটিসির) সদস্য এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিক গণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন-সিসিডি প্রতিনিধি ইকরাম হোসেন, শিশু প্রতিনিধি রিয়া মনি ও শেখ শিবলি প্রমূখ।