বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, আওয়ামী লীগে কোন সন্ত্র্াসী, দুর্নীতিবাজ, হত্যাকারী ও অনুপ্রবেশকারী থাকবে না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সব জায়গায় শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমরা সভানেত্রীর নির্দেশনা বাস্তবায়ন করবো।তিনি বলেন, দলের কাউন্সিল যথাসময়ে হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, শহর ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, শেখ হাসিনা ক্যাসিনো বলেন, ফ্যাসিনো বলেন, কোন অপরাধীকেই রেহাই দিচ্ছেন না। যত বড় রথি-মহারথি হোক না কেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোন অপরাধি ছাড় পাবে না। সকল অপরাধীকেই বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, তিন তিনবার ক্ষমতায় থাকায় হাইব্রিড বা বিএনপি জামায়াত যাই বলি না কেন, কিছু অসাধু মানুষ ঢুকে পরেছে। এ সকল অসাধু মানুষদের খুঁজের বের করে বিতারিত করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও মহিলা এমপি জাকিয়া তাবাসুম জুই।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী।
বর্ধিত সভায় ১৩ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ সাড়ে ৩শতাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন।