টঙ্গীতে বাস থেকে ফেলে কলেজ ছাত্র হত্যার ঘটনায় বাসের হেলপার ও চালককে গ্রেফতারের দাবিতে আজ (বুধবার) সকালে কলেজগেট এলাকায় মানববন্ধন করেছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা-ময়মসসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং ভিআইপি পরিবহণের বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত হাজার হাজার যাত্রী সাধারণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠী হাবিব খান নিহত হওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ দোষীদের গ্রেফতার করতে পারেনি। তারা আরও জানান, অতিদ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে না পারলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিলগেট এলাকা থেকে ভিআইপি-২৭ বাসে চড়ে কলেজগেটস্থ সিটি কলেজে যাওয়ার পথে সিট ও ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেলপার ধাক্কা দিয়ে হাবিবকে মহাসড়কে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।