পানির অপর নাম জীবন, আর বেচে থাকার অপর নাম ঔষধ। ওষুধ এমন একটি পণ্য, যা আমাদের সরাসরি
জীবন-মরণের সঙ্গে জড়িত। প্রত্যেক মানুষ আমরা ডাক্তারদের উপর বিশ্বাস আর ঔষধের উপর ভরশা করে সুস্থ থাকার চেষ্টা করি। কিন্তু ভেজাল ঔষধ সম্পর্কে আমরা সাধারন মানুষ গুলো আজও অজানা অচেনা। অনেক সময় ভেজাল বা নিম্নমানের ওষুধের ক্ষতিকর প্রভাব ধীরে বা দীর্ঘসময় পরে পড়লে, ধরাও যায় না সেটি ভেজাল ওষুধের কারণে হয়েছে কি না।
বিভিন্ন মাধ্যম জানা যায়, বাংলাদেশে বছরে উৎপাদন হয় পচিশ হাজার রকমের ওষুধ, এর মধ্যে মাত্র চার হাজার ওষুধ পরীক্ষা করে দেখার সামর্থ্য আছে সরকারের। আর এর দুই থেকে তিন শতাংশ ওষুধ ভেজাল, নকল বা নিম্নমানের। বাকি একুশ হাজার ওষুধ কখনো পরীক্ষাই করা হয়না
সাম্প্রতিক একটি গবেষণাপত্র বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে আসা রোগীদের ৩.৭৫ শতাংশ ও ভর্তি রোগীদের ৩.৪০ শতাংশ চিকিৎসা নিতে আসে ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়ার শিকার হয় ।১ অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ১১.৯ শতাংশ রোগী ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়ার শিকার হয়ে আসে। আমরা মনে করি,ঔষধ প্রশাসনকে আরো কঠোর ও নজরদারি বাড়াতে হবে।
ওষুধের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে চিকিৎসকদের ব্যবস্থাপত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকেও সততার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, ওষুধ তৈরি ও বিপণন অন্য ব্যবসার মতো নয়। আমরা আশা করব জীবন রক্ষার ওষুধ জীবনহানির কারণ হবে না।