নওগাঁর মান্দায় ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের আওতায় ৫ জন ভিক্ষুকের মাঝে গরু ও অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে গনেশপুর ইউনিয়নের ৫ ভিক্ষুকের মাঝে এসব গরু ও অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সিনিয়ম মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।