‘‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আখাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট (এপি) বাংলাদেশ ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোমদেল হোসেন ও বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের কৃষি কর্মকর্তা আবদুল কাইয়ুম। আলোচনা শেষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন, প্রধান অতিথি। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদের নব নির্মিত মিলনায়তনটি এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।