কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র্যালি বাজার প্রদক্ষিন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এস কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী আবদুস সালাম উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল ইসলাম ওসি এলএসডি মোঃ ইকবাল হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক কৃষক মোঃ নাশির উদ্দিন। এ আলোচনা সভায় সরকারী কর্মকর্তা শিক্ষক সাংবাদিক কৃষান কৃষাণী উপস্থিত ছিলেন।