আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবীতে পার্বতীপুর পৌর জাসদের উদ্যোগে বুধবার শহরে গণমিছিল কর্মসূচি পালিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটি আহূত এ কর্মসূচীতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়। মিছিলের অগ্রভাগে ছিলেন পৌর জাসদের সাধারন সম্পাদক মামুনুর রশিদ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অলিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, জাসদ নেতা জাকির হোসেন চৌধুরী, মোনায়েম সরকার প্রমুখ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।