মুলাদীতে ২০ পিস ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুলাদী থানা পুলিশ কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আঃ মান্নান ঘরামী ওরফে আরমি মন্নানের ছেলে মনিরুজ্জামান সোহাগকে আটক করে। মনিরুজ্জামান সোহাগ উত্তর চরবাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী পদে চাকুরি করছেন। মুলাদী থানার এসআই জিএম আনিসুজ্জামান আনিস জানান নৈশ প্রহরী মনিরুজ্জামান সোহাগ প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি আড়ালে দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো। মঙ্গলবার রাতে ইয়াবা বিক্রির সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং এএসআই জহিরুল ইসলাম অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রামের জনৈক সত্তার খন্দকারের বাড়ির সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করেন। ওই সময় সোহাগের সহযোগী একই গ্রামের সোহের রানার ছেলে মিলন পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আনিসুজ্জামান বাদী হয়ে সোহাগ ও মিলনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জেল-হাজতে প্রেরণ করেছেন।