তানোরে প্রধান মন্ত্রীর চিন্তার ফসলে ঘাপলা করে ঘনিষ্ঠজনকে চাকুরী দিয়েছেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার রোজিয়ারা খাতুন। এনিয়ে এলাকার সচেতন মহলসহ জনসাধারনের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আ.লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির দৌর গড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিণিক স্থাপন করেন ততকালীর প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ২০০১সালে ৪দলীয় জোট সরকার ক্ষামতায় আসার পর ওই কমিউনিটি ক্লিণিক গুলো বন্ধ করে দেন। ২০০৯সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর একটি টাষ্ট গঠনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলো আবারো চালু করা হয়।
২০১১সালে সারা দেশের ন্যায় তানোর উপজেলায় ১৯টি কমিউনিটি ক্লিনিক চালু হয়। বিজ্ঞপ্তি প্রকাশ হলে নিজ নিজ ওয়ার্ড ২০জনকে নিয়োগ দেয়া হয়। ওই সময় সরনজাই ইউপির তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকের জমিদাতার পুত্র মিজানুর রহমানের অতিরিক্ত পদে চাকুরী হয়। কিন্তু তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিক নির্মানাধীন থাকায় ওই সময় মিজানুর রহমানকে কালীগঞ্জ হাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে কাজ করা হয়।
অপর দিকে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডার শারমিন খাতুন ২০১২ চাকুরী ছেড়ে দেন। ফলে শুন্য হয় প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডারের পদটি। ফলে পাচন্দর ইউপি’র কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডারে নিয়োগ পাওয়া শাফিউল ইসলামকে প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকে কাজ করানো হচ্ছে। কিন্তু প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকের পদটি শুন্য হলেও তা দেখানো হয়নি। এবং শুন্যপদটিতে নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয়নি। অন্যদিকে কালীগঞ্জ হাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে কাজ করানো সরনজাই ইউপি’র জন্য অতিরিক্ত হিসেবে নিয়োগ পাওয়া মিজানুর রহমানকে পাঠানো হয় পাচন্দর ইউপি’র কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে।
কিন্তু সরনজাই ইউপি’র তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকটি নির্মান সম্পূর্ন হলেও সরনজাই ইউপি’র জন্য অতিরিক্ত হিসেবে নিয়োগ পাওয়া এবং ওই ক্লিনিকে জমিদাতার পুত্র মিজানুর রহমানকে তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকে না দিয়ে সৃষ্ঠপদ দেখিয়ে ঘাপলা করে ঘনিষ্ঠজন সরনজাই ইউপি’র সরকার পাড়ার তাহের আলীর কন্যা তহমিনাকে চাকুরী দিয়েছেন (টিএইচও) রোজিয়ারা খাতুন।
এব্যাপারে যোগাযোগ করা হলে সিএইচসিপি মিজানুর রহমান ও শাফিউল ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, আমাদেরকে স্ব-স্ব ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকে নিয়োগ। কিন্তু টিএইচও’র ঘনিষ্টজন তহমিনাকে চাকুরী দেয়ার জন্য তিনি আমাদেরকে স্ব-স্ব ক্লিনিকে না দিয়ে এবং প্রকাশনগর কমিউনিটি ক্লিনিকের শুন্যপদটি শুন্য না দেখিয়ে সরনজাই ইউপি’র তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকটি সৃষ্ঠপদ দেকিয়ে টিএইচও তার ঘনিষ্ঠজন তহমিনাকে চাকুরী দিয়েছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে ঘাপলার মাধ্যমে তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকে সদ্য নিয়োগ পাওয়া তহমিনা খাতুন বলেন, সরকার পাড়া কমিউনিটি ক্লিনিকটি আমার বাবার জমিতে, সেই থেকে স্বপ্ন দেখতাম আমি ক্লিনিকে চাকুরী করবো। কিন্তু কোন সুযোগ পাচ্ছিলাম না টিএইচও ম্যাডাম আমাকে এই সুযোগ করে দিয়েছেন আমি ওঁর কাছে কৃতজ্ঞ। তিনি বলেন এখন আমার লক্ষ আমার বাবার দেয়া জমিতে তৈরি ক্লিনিকে বদলি হওয়ার জন্য যা করা লাগে তাইই করবো। যা বলার আপনি (টিএইচও) ওনাকেই বলেন জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন।
গত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহুর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধার পুত্রসহ ৪ জন উত্তীর্ন হলেও টিএইচও তার ঘনিষ্ঠজন সরকার পাড়ার জৈনক ব্যাক্তির কন্যা তহমিনাকে চাকুরী প্রদান করেন।
এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অতিরিক্ত দায়িত্বে রাজশাহী সিভিল সার্জন ও তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার রোজিয়ারা খাতুন বলেন, সরনজাই ইউপি’র তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকটি নতুন ভাবে তৈরি হয়েছে তাই সেটিকে সৃষ্ঠপদ হিসেবে নিয়োগ সম্পূর্ন হয়েছে। সরনজাই ইউপি’র জন্য অতিরিক্ত ভাবে নিয়োগ পাওয়া মিজানুর রহমানকে সেখানে না দিয়ে কৃষ্ণপুর কাজ করানো হয়েছে এবং কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক হেল্থ কেয়ার প্রোভাইডারকে প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকে কাজ করানো হচ্ছে। কিন্তু প্রকাশ নগর কমিউনিটি ক্লিনিকে শুন্যপদটিতে নিয়োগ দেয়া হয়নি এটা অনিয়ম কিনা জানতে চাইলে তিনি, মিটিংএ আছি জানিয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।