আমাদের কমই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নির্ধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যেগে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় কক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষিনী সরকার, মনোতোশ সরকার, তুলি দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। আমাদের এখন শিশু থেকে সকল বয়সের লোকজনদের পুষ্ঠিকর খাবার খেতে হবে। যাতে শিশুরা ভবিষতে ভালো ভাবে বেড়ে উঠতে পারে।