ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য অধিকারের আইনের দাবীতে জন-যুব সমাবেশ, আলোচনা সভা, র্যালি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা এগারটায় খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে খাদ্য অধিকার জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সম্পাদিকা পূস্প রানি চত্রবর্তী, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, কাজী জাহাঙ্গীর কবীর, কাজী মিজানুর রহমান, বরিশাল মানবাধিকার জোট জেলা সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, খুরসেদ আলম, সিরাজুল ইসলাম, আবদুল জব্বার খান, লিংকন বাইন, শওকত আলি বাদল, নাসির উদ্দিন, শাহজাদা, শুভংকর চক্রবর্তী প্রমুখ। এ সময় বক্তারা খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবী জানান। পড়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।