নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরে পুলিশমোড় নামক স্থানে ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে কাউছার তালুকদার(২৩) তার ব্যবসা প্রতিষ্ঠিানে বসেথাকা অবস্থায় একদল সন্ত্রাসী তাকে লোহার রডদিয়ে বাইরাইয়া ও দা দিয়ে কুপাইয়া গুরুতর আহত করে।
পরে তাকে দুর্গাপুর সরকারী হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন এর ছেলে প্রাক্তন সাংসদ জালাল উদ্দিন তালুকদারের ভাতিজা কাউছার তালুকদার(২৩) ঘটনার সময় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল গ্যারেজে বসেথাকা অবস্থায় পূর্ব সত্রুতার জেরে একদল সন্ত্রাসী রাত পোনে ১১টার দিকে কাউছারের উপর হামলা চালিয়ে লোহার রডদিয়ে বাইরাইয়া ও দা দিয়ে কুপাইয়া গুরুতর আহত করে। আহত কাউছারকে দুর্গাপুর পরে মচিমহাতে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যুঘটে। এদিকে তারমৃত্যুকে কেন্দ্রকরে দিনভর যান চলাচল ও সকল ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষনাদেন একটি মহল। অন্যদিকে গ্রেফতার ও বিচারের দাবীতে চলতে থাকে বিক্ষোভ মিছিল। ঘটনার সাথে জরিত সন্ধেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করেছে,তারা হল বিএনপি উপজেলা কমিটির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান,তার দ্বিতীয় পুত্র মোঃ জুলহাস উদ্দিন,তৃতীয় পুত্রের পুত্র(নাতি)পরশ এবং তাদেরকে বহনকারী মোটর সাইকেল চালক ২জন।অপরদিকে ১৭ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় স্থানীয় শহিদ সন্তোষ পার্ক ময়দানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কমীরা খুনের সাথে জরিতদের দ্রুত গেফতার ও শাস্থির দাবীতে সমাবেশ ডেকেছেন। প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা বলছেন আটক হওয়া বিএনপি উপজেলা কমিটির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান এর পুত্র মোঃ মঞ্জুরুল হক মঞ্জুর’র ছেলে সাহস তার দলবল নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ময়না তদনের জন্য মচিমহা মর্গে রাখাছিল। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ওসি মিজানুর রহমান প্রতিনিধিকে জানান।