কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রী বেশে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই এর সময় ছিনতাই চক্রের এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালীয়া গ্রামের রহমত আলীর পুত্র সুজন (২৫), শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সারিকালি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আফরোজা খাতুন উরুফে আশা(৩৫)। তাদেরকে বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে পুলেরঘাট বাজার থেকে যাত্রী বেশে এক নারীসহ তিনজন ছিনতাইকারী অটোচালক রিপন মির্জাকে (২০) বনগ্রাম যাওয়ার জন্য রিজার্ভ করে। সেখানে চা নাস্তার কথা বলে চক্রের সদস্যরা চালক রিপনকে বিস্কুট খেতে দেয়। বিস্কুট খাওয়ার অল্প সময়ের মধ্যেই রিপন অচেতন হয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা অটো রিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে বনগ্রাম বাজার থেকে রাত সারে ১০টায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, অটো উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।