“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুদামুক্ত পৃথিবী” শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে র্যালী, মানববন্দন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাহিদুল করিম, ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ-চেয়ারম্যান শাহানাজ পারভীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদে সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুন্দরপুর-দূর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের কৃষক/কৃষনীরা উপস্থিত ছিলেন।