ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানভূক্ত দুই জন সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো-উপজেলার রাখালগাছি গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল খালেক (৪০) এবং কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মজিবর রহমান (৩৮)।মঙ্গলবার দিবাগত রাত্রে কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, মঙ্গলবার রাত্রে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবদুল খালেক ও মজিবর নামে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পালাতক আসামি। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।