খুলনার পাইকগাছায় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তন হল রুমে ইঁদুর নিধন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার মন্ডল। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম, কৃষক অনুকূল ব্যনার্জী ও শ্যামাপদ মন্ডল। অনুষ্ঠানে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী প্রতিষ্ঠান হিসেবে সরল আইপিএম কৃষি ক্লাবকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সার ও কীটনাশক ব্যবসায়ী সহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।