কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ অক্টোবর সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন জন স্বাাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল। এতে আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা এসএম মিজান মাহমুদ,প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাকিন বিল্লাহ,ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমির আলী গাইন,নবযাত্রা প্রকল্পের মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।