কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মুস্তাকিন বিল্লাল ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এস এম নুরুল ইসলাম, কৃষক ইসহাক আলী প্রমুখ। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।