ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল গফ্ফারের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। এসকল জাল নদীর পাড়ে রেখে জেলেরা মা ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে জনতার সামনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল গফ্ফার জানান, মা ইলিশ রক্ষায় কচাঁ ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।