রাজশাহী জেলায় গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। ১৮ অক্টোবর শুক্রবার অরুণোদয় হতে অষ্ট প্রহরব্যাপী তারক গ্রক্ষ্মনাম সংকীর্ত্তন, শনিবার প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।
ভক্তদের মতে, প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর নরোত্তম দাস। গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সম্পাদক শ্যামাপদ স্যানাল বলেন, সারা পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের মোট ছয়টি ধাম রয়েছে। এরমধ্যে পাঁচটিই ভারতবর্ষে। একটি মাত্র বাংলাদেশে। আর তা এই খেতুরীধাম। এ কারণে প্রতিবছর উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা ও আসাম এবং নেপাল ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ ভক্তের সমাগম ঘটে খেতুরীধামে। এবার ভক্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যাওয়ার আশা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইমরুনুল হক বলেন, এবারের উৎসবকে ঘিরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহোৎসব ও উৎসবকে ঘিরে মেলা- এসব নির্বিঘœ করতে মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত। গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খেতুরীধাম ও মেলাকে ঘিরে ওই এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।