নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে একটি দ্রুতগামী পিকআপ দন্ডায়মান ট্রাকের পিছনে ধাক্কা দিলে আরোহী চান মিয়া (৫০) নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চানমিয়া জেলার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। ঘটনার পর থেকে পিকআপের ড্রাইভার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা-কুমুদগঞ্জ নামক এলাকার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৯৪৫) রাস্তার বাম পাশে পার্কিং অবস্থায় ছিল। ভোর ৬টার দিকে ময়মনসিংহমুখী বেপরোয়া গতির নতুন নম্বরবিহীন সাদা রং মাহিন্দ্র পিকআপ ট্রাকটির পিছনে জোড়ে ধাক্কা দিলে পিকআপের আরোহী চাঁনমিয়া নিহত হন।
পূর্বধলার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল ইসলাম এ দুঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মৃত চানমিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।