ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা অষ্টম জয় তুলে নিয়েছে ইতালি। আন্দ্রে বেলোত্তির জোড়া গোলে লিখেনস্টেইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আজ্জুরিরা।
মঙ্গলবার রাতে রেইনপার্ক স্টেডিয়ামে খেলার দুই মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ফেদেরিকো বার্নারদেশি। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান বেলোত্তি। এরপর আলেসিও রোমাগনোলি, স্টেফান এল শারাভি ও বেলোত্তি নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় পায় আগেই মূলপর্ব নিশ্চিত করা রবার্তো মানচিনির দল।