আশাশুনি উপজেলার আনুলিয়য় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ফেন্ডশিপ এর সহযোগিতায় ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সভায় আশাশুনি থানা প্রতিনিধি ও ফ্রেন্ডশিপ প্রতিনিধিসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করে সভাপতি আলমগীর আলম লিটন বলেন, আনুলিয়া ইউনিয়ন একটি দুর্যোগ প্রবন এলাকা। বেঁড়িবাঁধ ভাঙ্গন, লবণাক্ততা এই এলাকার একটি বড় সমস্যা। প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে এই কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য সবাইকে গাছ লাগানোর আহবান জানান। এ প্রসঙ্গে তিনি ফ্রেন্ডশিপের ম্যানগ্রোভ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ফ্রেন্ডশিপের এই প্রকল্পটি অবশ্যই একটি ভাল প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জনগন নদী ভাংগন ও দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে, জীবিকা ও জীবন মানের উন্নয়ন হবে। যে প্রকল্পের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি ফ্রেন্ডশিপকে আরো নদী তীরবর্তী জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন।