আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আনুলিয়া ইউনিয়নে কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নেতৃত্বে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনকারী কাকবাসিয়া গ্রামের মৃত মফেজ উদ্দিন গাজীর পুত্র রমজান আলিকে আটক করা হয়। পরে তাকে দঃবিঃ ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১০০০ টাকা জরিমানা করা হয়।