বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি বেগম নাসরিন জাহান রতনা ডাকাতি হওয়া স্বর্ণের দোকানগুলো পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় তিনি কলসকাঠীতে সিরিয়াল ডাকাতি হওয়া স্বর্ণের দোকানগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে ওইদিনের বিস্তারিত কথা শুনে। এ সময় তিনি থানা পুলিশকে অবিলম্বে ডাকাতির রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম কলসকাঠী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক তালুকদার মনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নিবাচিত এম এ বাছেদ হাওলাদার বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক পার্টির সদস্য নাছির উদ্দিন সালমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান মিলন, সাংবাদিক মাসুদ সিকদার, শফিকুল আলম নাছির, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম তালুকদার, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নেসার খান, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব আকন প্রমুখ।