কচুয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যেগে এবং ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিপির সহযোগিতায় বিশ^ হাত ধোয়া দিবস -২০১৯ যথাযোগ্য পালনের লক্ষ্যে এক আলোচনা সভা ,র্যালী ও উপজেলা শিশু নিকেতনের শিশুদের হাত ধোয়ায়ে হাতধোয়া দিবসের শুভ সুচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলী হোসেন, ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিপির ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।আলোচনা সভার পূর্বে ১টি র্যালী বের হয়ে কচুয়ার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে শেষ হয়।