১৫ই অক্টোবর ২০১৯ইং : গানে গানে আত্মদর্শন আর মানবতাবাদের বাণী ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি ফকির লালন শাহ।তাঁর অসাম্প্রদায়িক চেতনা আর মানবসেবার আহবান যারা ছড়িয়ে দিচ্ছেন দেশ-বিদেশে, তারা মিলছেন কুষ্টিয়ার ছেউড়িয়ায়। আসতে শুরু করেছে ভক্ত-অনুসারীরা। ১৬ই অক্টোবর বুধবার পহেলা কার্তিক, এই সাধকের ১২৯তম তিরোধান দিবস। জাত-পাত, শ্রেণী-গোত্রের বিচারে নয়- মানুষের আসল পরিচয়, সে কেবলই মানুষ। এমন হাজারো সহজিয়া তত্ত্ব গানের মধ্য দিয়ে প্রকাশ ঘটেছে বাউল শিরোমনি লালন শাহর দর্শনে। দেশজুড়ে সেই দর্শন ছড়িয়ে দিচ্ছেন যারা, সাঁঈজির তিরোধান দিবস ঘিরে সেই মানুষগুলোই মিলেছেন ছেউড়িয়ার আখড়াবাড়িতে। এই উৎসবে বাউল সাধক, ভক্ত আশেকানদের আখরাবাড়িতে আসতে যেমন কোনো আমন্ত্রণ নাগে না, তেমনী প্রথার বাহিরেও তারা কিছু করেন না। প্রতিবছরের মতো এবারো সাঁঈজির আখড়ায় বসছে সাধুর হাট। এইবারের শ্লোগান’ বাউল স¤্রাট ফকির লালন শাহর কথা ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পরশি বসত করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করেছে করেছেন জেলা প্রশাসক ও লালন একাডেমি। তাই গুরুর চরণধুলি নিতে দেশ-বিদেশ থেকে ছুটে আসছেন লাখো ভক্ত। এরইমধ্যে সাঁইজির ধামে এসেছেন যারা খন্ড খন্ড মজমায় চলছে আধ্যাত্মিক গান আর আলোচনা।এই আয়োজনকে সফল করতে চেষ্টার ত্রুটি নেই কর্তৃপক্ষের। নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক প্র¯তুতি। উৎসবকে ঘিরে কালিগঙ্গা নদীর তীরে বসছে গ্রামীণ মেলা। স্টলগুলোতে রংবে-রংয়ের পসরা সাজানোর কাজে ব্যস্ত বিক্রেতারা। বুধবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওমীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মস্তফা কামাল। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত। এবারের লালন মেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও মোতায়েন থাকবে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বিপুল পুলিশ সদস্য। পুরো মেলা পুলিশের সিসি ক্যামেরার আওতায় থাকবে। সেই সাথে বিশেষ করে মেলায় প্রবেশ পথ গুলোতে পুলিশের ৬টি চেকপোস্ট থাকবে। এবারে জেলা পুলিশের পক্ষ থেকে লালন মেলায় বিশেষ মাদকবিরোধী প্রচারনার ব্যবস্থাও নেওয়া হয়েছে। মেলাকে কেন্দ্র করে ১০ অক্টোবর থেকেই মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন জানান, ইতোমধ্যেই আমরা লালন মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। পুরো মেলাচত্ত্বর সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবারের লালন মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থা রয়েছে।এছাড়াও গোয়েন্দা পুলিশ ও র্যাবের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেলা চলাকালীন ২৪ ঘণ্টা সেখানে দায়িত্ব পালন করবেন। ১২৯৭ বাংলা সালের ১কার্ত্তিক(ইং ১৮৯০সালের ১৭অক্টোবর) এই বাউল সাধক লালন শাহের মৃত্য হয়। তার তিরোধান দিবসে প্রতি বছর ভক্তরা এই উৎসবে অংশ নেয়। লালন একাডেমি এবং জেলা প্রাশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে তিনদিনে এই আয়োজন। উৎসবের সুচনায় আলোচনা সভা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে দেশের ছড়িয়ে ছিঠিয়ে থাকা ভক্ত অনুশারী শিল্পীদের আসা লালনের গান। এবার তিনদিনের গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে,সাথে থাকবে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন।
তিনদিন ব্যাপি এ লালন উৎসব চলবে আগামি ১৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত।