মেধা ও যোগ্যতার প্রতিযোগিতায় নিজেকে মানসম্মত ও গুণগত পড়াশোনা করে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাঁতি গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি মুল্যায়ন করে আমূল পরিবর্তন আনা হয়েছে শিক্ষাখাতকে। অভিভাবক ও শিক্ষকদের সতর্কতা সাথে সন্তানদের মানুষ করতে হবে। আমাদের সংস্কৃতি ও ধর্ম বর্তমানযুগের ছেলে মেয়েদের যে উচ্ছ্বাস তা মেনে নিতে পারছে না। এ সংস্কৃতিকে ধারন করেই মান কাপড় চোপড়ে মানুষ নয়, শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। নৈতিক শিক্ষাই হল সবচেয়ে বড় শিক্ষা। মোবাইল, ফেসবুক, আইফোনসহ এসব বিপদগামী পন্য সন্তানদের হাতে দেয়া যাবে না।
মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর স্কলার্স ইন্ট্যারন্যাশনাল স্কুল এ- কলেজ এর নবনির্মিত ক্যাম্পাস ও চেহেলগাজী শিক্ষা নিকেতন এর ৯৭ লাখ টাকা ব্যয়ে ঊর্ধ্বতন সম্প্রসারন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শিক্ষা বোর্ড এর সচিব আমিনুল ইসলাম সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, স্কলার্স ইন্ট্যারন্যাশনাল স্কুল এ- কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশ্বনাথ আগওয়ালা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বারের সাবেক সভাপতি মোছাদ্দেক হুসেইন, কলেজের প্রিন্সিপাল সাদেকুল কবির প্রমুখ।
একই দিন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এ- কলেজের সম্প্রসারন কাজ উদ্বোধনীতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল করিম প্রমুখ।