নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম অহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে সভাপতি ও সম্পাদককে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীনা ইয়াসমিন, দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক খান মশিয়ার রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মোল্যা হাসানুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আযম, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বিশ্বাস, রকিব উদ্দিন মোল্যা, সরদার মোতাহের হোসেন, মোখলেছ মোল্যা, শেখ মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবুল কালাম আজাদ বলেন, ২০১৪ সালে ইউনিয়ন আ.লীগের কমিটি গঠিত হওয়ার পর সভাপতি স ম অহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ দলের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা ইউনিয়ন আ.লীগের কার্যালয় নির্মাণের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ আজও পূর্ণাঙ্গ ভাবে দলীয় কার্যালয় নির্মিত হয়নি। এমনকি সাংগঠনিক কার্যক্রম থেকে তারা নিষ্ক্রিয়। আসন্ন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে যাকে তাকে ‘কাউন্সিলর’ মনোনীত করেছেন। এমনকি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিনকে কাউন্সিলর করা হয়নি।
সংবাদ সম্মেলনে শেখ আবুল কালাম আজাদ আরো বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সভাপতি স ম অহিদুর রহমান নৌকা প্রতীকের বিপক্ষে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এ ছাড়া সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখের ছোট ভাই তুষার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর ছেলে রুবেল মোল্যা, ভাতিজা শামীম মোল্যাকে চাকুরির জন্য দলীয় প্যাডে প্রত্যয়নপত্র প্রদান করেছেন।
এ বিষয়ে সভাপতি স ম অহিদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আর টাকার বিনিময়ে কাউকে কাউন্সিলর করা হয়নি। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা আ.লীগের নেতারা অবগত আছেন। এদিকে, আবু সাঈদ শেখও তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করেন।