কুড়িগ্রামের রাজারহাটে নৌকা ডুবিতে নিখোঁজের ৯ দিন পর জান্নাতুল আঁখি নামের এক শিশুর মরদেহ ভেসে উঠেছে। ১৫অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ঘটনাস্থলের এক কিলোমিটার দুরে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে ঐ এলাকার ২০-২৫ জন যাত্রী নিয়ে পার্শ্ববর্তি চরে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পানির তীব্র স্রোতে শিশু আঁখি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। এ ঘটনার ৯ দিন পর ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে শিশুটির অর্ধগলিত লাশ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে আখিঁর লাশ শনাক্ত করে নিয়ে আসেন। আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের জাহেদুল হকের কন্যা। সে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।