শেরপুর-ঢাকা সড়কে বিআরটিসি লাক্সারি এসি বাস সার্ভিস উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বাসটি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব।
এসময় শেরপুর কাউন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান রাজার তত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচলক এটিএম জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবিএম এহসানুল হক মামুন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, সহ সভাপতি প্রকাশ দত্ত, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান, শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিআরটিসি ময়মনসিংহ ডিপোর তত্বাবধানে শেরপুর প্রান্তের শহরের খরমপুর মোড় থেকে প্রতিদিন দুটি বাস সকাল ৬ টা এবং রাত সাড়ে ১২ টায় ছেড়ে যাবে। অপরদিকে ঢাকা প্রান্তের রাজধানী মতিঝিল এলাকার বিআরটিসি ভাবনের সামনে থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় এবং বিকেল সাড়ে ৫ টায় শেরপুরের উদ্যেশে ছেড়ে আসবে। ভাড়া ধরা হয়েছে ৪ শ টাকা।