দিনাজপুরের ঘোড়াঘাট আদর্শ কলেজ দীর্ঘ ১৮ বছরেও এমপিও ভুক্তি না হওয়ার কারণে ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন সহ ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ইতোমধ্যেই কয়েকজন শিক্ষক কর্মচারী মৃত্যুবরন করেছে। আবার কেউ অর্থাভাবে বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরন করেছে। ওই কলেজের প্রভাষক মিজানুর রহমানন জানান, এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যাক্তি এবং আমরা কয়েকজন শিক্ষিত বেকার উচ্চ শিক্ষার প্রষার ঘটানোর লক্ষে ঐতিহ্যবাহী ঘোড়াঘাট শহরের উপকন্ঠে একটি আদর্শ কলেজ নামে এক একর ৪৭শতক জমিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রতিষ্ঠাকালে কলেজটিতে শিক্ষক কর্মচারী যোগদান করি। দীর্ঘদিনে কলেজটি এম,পি,ও ভুক্তি না হওয়ায় ৩জন শিক্ষক অন্যত্র চলে যান। শিক্ষক কর্মচারী বিনা বেতন ভাতায় কর্মরত থেকে মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকদের মধ্যে মাহবুবুল আলম (জীব বিজ্ঞান) ও কর্র্মচারী সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন। অপর শিক্ষক উজ্জ্বল কুমার মোহন্ত তাদের দাম্পত্য কলহ বিবাদের কারণে তিনি গৃহহারা হয়েছেন। দেশের সর্বোচ্চ ডিগ্রীধারী হয়েও বেতনভাতা না পেয়ে অভাব অনটনের মধ্যে অসহনীয় জীবন যাপন করছি। তিনি জানান,কলেজের ১৯৬জন ছাত্রছাত্রী রয়েছে। প্রতি বছর পরীক্ষার ফলাফল ভালো করছে। এ ব্যপারে তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।