পিরোজপুরের নাজিরপুরে মাদক বিক্রির প্রতিবাদে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. রেজওয়ানুল হক রিজওয়ানের বিরুদ্ধে মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে স্থানীয়দের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার প্রদক্ষিন করে পথ সভা অনুষ্ঠিত হয়। পরে ওই পথ সভায় বক্তব্য রাখেন ওই ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ফকির, ওই ইউপি’র সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হিরুয়ার রহমান ফরাজী সহ স্থানীয়রা। ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আশিকুর রহমান জানান, ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. রেজওয়ানুল হক রিজওন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসর করেছেন। এতে স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে। অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই অভিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে ইউনিয়ন যুবলীগ ও স্থানীয়দের উদ্যোগে এ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে।